Tuesday, January 7, 2020

প্রভুভক্তি




স্বাধীন দেশে বাস করি, তাই
বললে তো রাগ হবা।
অধীনতা? মজবুরি নয়
রোগ এটারে কবা।
এ রোগ যাদের, পুরান রোগী
লেজ পটপট নড়ে।
বাপের চেয়ে মনিব বড়
প্রথম এ পাঠ পরে।
কুকুর এদের আদর্শ, তাই
কুকুর সবার সেরা।
প্রভু-ভক্তি? কুকুর প্রথম
আর দ্বিতীয় এরা।
প্রভু যাহা করেন তাহা
হোক ভাল বা অন্যায়;
সব কিছুই ভেসে যাবে
প্রভু ভক্তির বন্যায়।
জি স্যার কিংবা জি ভাই
এইটা এদের মন্ত্র।
এদের বিবেক? কি কও?
এরা পুরা পুরি যন্ত্র।
শ্রষ্টা এদের মানুষ করে
তাই করেছেন ভুল।
কুকুর এদের মুল অরিজিন
কুত্তাপনাই মূল।

Monday, January 6, 2020

মাননীয়

এক আছিল কনষ্টেবল
তার বহু নাম ডাক!
হাত পাতে সে সকল সময় 
পাইলে চিপা, ফাঁক।
হাত পাতে সে রাস্তা, বাজার, 
ফুটপাতে, দোকানে
হোক ভিখারী, রিক্সাচালক, 
সব ধরা এইখানে।
ছিচকে স্বভাব? হোক, তাতে কি? 
খুব উচু নাক তার।
মাইন্ড করে খুব, কেউ যদি না 
ডাকে তারে স্যার!