Monday, November 18, 2019

হবু রাজা



হবু রাজা বলেন হেঁকে, ”দেখবি আমি এলে
মুখে কি আর বলবো তোদের দেখবি দুচোখ মেলে
মুখের কথার দাম কি আছে? দেখবি কাজে-কামে
সর্গ সুখের ঘাড়টি ধরে আনবো ধরা ধামে”

এলেন রাজা হয়ে আর বছর গেল ঘুরে
আশায় আশায় আম জনতা কাঁদে করুন সুরে।

No comments:

Post a Comment