Tuesday, November 26, 2019

শিল্পকলা কলার চেয়ে মিষ্টি কম!



শিল্পকলা কলার চেয়ে মিষ্টি কম!
গান না শুনে, ব্রেড দিয়ে খাও আলুর দম।
ছড়ার চেয়ে ছরা দেয়া দই ভালো!
সিনেমা নয়, পপকর্নের ষ্টোভ জ্বালো।
প্রবন্ধ; সে বন্ধ শিশির চিলি সস
নাটক এখন, টক মিষ্টি তালের রস।
কবিতা? না মাখা মুড়ির হেব্বি টেষ্ট।
নৃত্য থাকুক, বাদাম ভাজিই সবার বেষ্ট।
গল্প-নভেল? ডিম ভাজিতেই সময় কম।
শিল্প থাকুক; খাবার জোগায় অরিন্দম।

Monday, November 18, 2019

হবু রাজা



হবু রাজা বলেন হেঁকে, ”দেখবি আমি এলে
মুখে কি আর বলবো তোদের দেখবি দুচোখ মেলে
মুখের কথার দাম কি আছে? দেখবি কাজে-কামে
সর্গ সুখের ঘাড়টি ধরে আনবো ধরা ধামে”

এলেন রাজা হয়ে আর বছর গেল ঘুরে
আশায় আশায় আম জনতা কাঁদে করুন সুরে।

Saturday, November 16, 2019

ম্যানেজমেন্ট


তিনি বড় অফিসার!
তার সচিব রাখে তার হয়ে, তার সব ফাইলের ভার।
দায়িত্ব কি তার?
বুঝবে দেখে দপ্তরে তার ফাইলের পাহাড়
কি কও? পেন্ডিং কেন এত?
সই করা কি যে সে ব্যাপার! ভাবতে হয় না কত?
টুপাইস ছড়াও যদি?
ভাবনা না হয় কমবে তখন, ঘুরবে মতিগতি।
ছি ছি বিবেক-টিবেক নাই?
লক্ষী এলে বিবেক মশাইর প্রান করে যাই যাই।
বাসায় কিছু জানে?
শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ পিতা বলেই তাকে মানে।
জ্ঞাতি স্বজন তারাও?
পয়সা পেলে সবাই কাহিল, কেন কথা বাড়াও?
পড়শী? বুড়ো-বুড়ি?
চ্যারেটিতে এই এলাকায়, নেইতো তাহার জুড়ি ।
ধর্মালয়ে যান?
মসজিদে মন্দিরে তাহার সবচে বেশী দান।

বেশ, ম্যানেজ সকল দিক।
কারটা মারেন, কোথায় লাগে? তার কি আছে ঠিক?

তবে স্কুল কলেজ সবখানে কেন শিখাও নীতি কথা?
ম্যানেজ করাই আসল কথা, বাকী বাতুলতা।