শিল্পকলা কলার চেয়ে মিষ্টি কম!
গান না শুনে, ব্রেড দিয়ে খাও আলুর দম।
ছড়ার চেয়ে ছরা দেয়া দই
ভালো!
সিনেমা নয়, পপকর্নের ষ্টোভ জ্বালো।
প্রবন্ধ; সে বন্ধ
শিশির চিলি সস
নাটক এখন, টক মিষ্টি
তালের রস।
কবিতা? না মাখা মুড়ির হেব্বি
টেষ্ট।
নৃত্য থাকুক, বাদাম
ভাজিই সবার বেষ্ট।
গল্প-নভেল? ডিম
ভাজিতেই সময় কম।
শিল্প থাকুক; খাবার
জোগায় অরিন্দম।

