সবাই বলে খুব সাবধান!
কান দিওনা গুজবে
সত্যি, নাকি গুজব? আমি
বুঝবো সেটা কিভাবে?
সবাই যখন বলে, তখন
সত্যি করেই বলছে ভাই।
সত্যি মিথ্যে বোঝার আগে
প্রান বাঁচানো ফজর। তাই!
ছুটছি ভয়ে এদিক সেদিক
পালিয়ে বাঁচার নাম করে।
নিজে বেঁচে থাকলে সবাই,
বাবার নামটি নেয় পরে।
মিথ্যেবাদীর মিথ্যাচারের
ভূক্তভোগী জনগন।
রাজনীতি আর ব্যবসাতে
পকেট
ফোলায় সেই কুজন !

No comments:
Post a Comment