Saturday, July 27, 2019

গু জব!



সবাই বলে খুব সাবধান!
কান দিওনা গুজবে
সত্যি, নাকি গুজব? আমি
বুঝবো সেটা কিভাবে?

সবাই যখন বলে, তখন
সত্যি করেই বলছে ভাই।
সত্যি মিথ্যে বোঝার আগে
প্রান বাঁচানো ফজর। তাই!
ছুটছি ভয়ে এদিক সেদিক
পালিয়ে বাঁচার নাম করে।
নিজে বেঁচে থাকলে সবাই,
বাবার নামটি নেয় পরে।

মিথ্যেবাদীর মিথ্যাচারের
ভূক্তভোগী জনগন।
রাজনীতি আর ব্যবসাতে
পকেট ফোলায় সেই কুজন !

Wednesday, July 24, 2019

অসাম্প্রদায়িক চেতনায় দুর্নীতি


যেমনি আছেন ইসরাত জাহান 
তেমনি আছেন রায়
ধর্মে-লিঙ্গে তফাত হলেও 
একই খাবার খায়।



মহাত্মা অদ্বৈত কুমার রায় (ঢাকা শিক্ষাবোর্ড) এবং ইসরাত জাহান (সাব রেজিষ্টার,আটঘরিয়া, পাবনা) স্মরন।

Wednesday, July 3, 2019

দুর্নীতি, পাপ এবং পাপী


যোগ্যতা আজ মাপার মাপার কি বাহার!
অফিস আদালতে করেন কেমন ব্যবহার?
কেমন করে টাকা মারেন, রাখেন কোথায় ভরে?
পাবলিক এলে ম্যনেজ করেন তিনি কেমন করে?
ধর্মালয়ে কেমন করে খরচ করেন কত?
দায়িত্ব যা পালন করেন; করে নিজের মত।
বেতন যা পান সবই জমে, রোজ চলে কি দিয়ে?
ডিউটি যা; সেটার সবই করেন উপরি নিয়ে।
কাজটা করেন বড় চোরের, কিন্ত নাকটা উচু!
সকলকেই ভাবেন তিনি চোরের মত নিচু।
মানুষ মাপেন টাকা দিয়ে, যোগ্যতাও টাকা।
তাহার কাছে টাকা ছাড়া এই দুনিয়া ফাঁকা।
এমন টাকার উপাসনায় আছে যারা রত
সোনার বাংলা ধ্বংশ যে আজ করছে ঘুনের মত।

ওদের কি দোষ? আমরাওতো টাকার পিছেই ধাই
টাকা আছে যার পকেটে তিনি মিয়া ভাই।
পাপকে মোরা ঘৃনা করি! পাপী? তাকে নয়
পাপীর পকেট টাকায় ভরা। ঘৃনা? তাকি হয়?
কত বড় মানুষ তিনি, সবাই তাকে জানে।
আইন, প্রশাসন, জনতারা তাকেই বড় মানে।
আমরাওতো স্কুল কলেজে এটাই শিখে বড়
পাপীকে নয়, সবাই তোমরা পাপ কে ঘৃনা কর।
কোন শালা যে এই প্রবচন খাতায় গেল লিখে
সব বাঙ্গালী মানলো এবং গেল এটা শিখে।

চিরন্তন সত্য যে নয় এই কথাটার মানে
পাপ-পুন্য অলীক বস্তু খুজিবে কোনখানে?
পাপ-পুন্যের মুল্য কিবা? কেউ যদি না করে
পাপের শাস্তি জেন সবই যাবে পাপীর ঘরে।
পুনর্বিবেচনার জন্য ভাবো আর একবার
সব প্রবচন দাবী করে যৌক্তিক ব্যাখ্যার।
বলি শোন এমনটাই উচিত ছিল হওয়া,
আজ থেকেই শুরু করি এমন করে কওয়া

পাপ কাজ ত্যাগ করো; পাপীকে ঘৃনা করো।”