অসংগতির পাহাড়
যখন মাথায় জমায় ভীড়
যন্ত্রনা আর
বিক্ষোভে মন হয় যখন অস্থির
রুখবে কে আর
সে যন্ত্রনা? শান্তনা কে দেবে?
বলবে কাকে?
দেখবে কেবা? পদক্ষেপ কে নেবে?
কিংবা ধর;
নেই কোন কাজ, আনন্দ নেই কোন
চিত্ত বিনোদন? সারাদিন ব্যায়ের হিসেব গোন।
বাজার খচর,
পড়ার খরচ, চিকিৎসাও চড়া
সব কাজে আজ
দুর্নীতি ঘুষ; পকেট? শুণ্য ঘড়া।
কাল কি হবে?
ইউটিলিটির বিল গুলো সব বাঁকী
এ ট্যাক্স
সে ট্যাক্স বাড়ছে ডেইলি, সেবার নামে? ফাঁকি;
আরো আছে ঋনের
কিস্তি চক্রবৃদ্ধি হারে
দিন যত যায়
মাথার মধ্যে যন্ত্রনাটা বাড়ে।
ভুলতে এসব
নিরজনে, থাকতে ক্ষনিক সুখে।
মাদক কি আর এমনি ধরে? ধরে অনেক দুখে!
26.6.2019
No comments:
Post a Comment