Wednesday, June 26, 2019

মাদক

অসংগতির পাহাড় যখন মাথায় জমায় ভীড়
যন্ত্রনা আর বিক্ষোভে মন হয় যখন অস্থির
রুখবে কে আর সে যন্ত্রনা? শান্তনা কে দেবে?
বলবে কাকে? দেখবে কেবা? পদক্ষেপ কে নেবে?

কিংবা ধর; নেই কোন কাজ, আনন্দ নেই কোন 
চিত্ত বিনোদন?  সারাদিন ব্যায়ের হিসেব গোন।

বাজার খচর, পড়ার খরচ, চিকিৎসাও চড়া
সব কাজে আজ দুর্নীতি ঘুষ; পকেট? শুণ্য ঘড়া।
কাল কি হবে? ইউটিলিটির বিল গুলো সব বাঁকী
এ ট্যাক্স সে ট্যাক্স বাড়ছে ডেইলি, সেবার নামে? ফাঁকি;

আরো আছে ঋনের কিস্তি চক্রবৃদ্ধি হারে
দিন যত যায় মাথার মধ্যে যন্ত্রনাটা বাড়ে।

ভুলতে এসব নিরজনে, থাকতে ক্ষনিক সুখে।
 মাদক কি আর এমনি ধরে? ধরে অনেক দুখে!

26.6.2019

No comments:

Post a Comment