এলো এলো রব আজ আকাশে বাতাসে
টাকার গন্ধ ঐ বাতাসেতে ভাসে
হাউ মাউ খাউ করে রাক্ষস সব
আনন্দে লালা ঝড়ে, চাঁপা কলরব
লাশ পড়ে গেছে ঐ রাস্তার ধারে
বীর বাঙ্গালীরা দেখে দাড়িয়ে ওপাড়ে
কি করিয়া বীর জাতি হইল যে খাসি
আজ তাহা দুরে থাক, প্রসঙ্গে আসি।
মুদ্রার সুমধুর ঠুং ঠাং সুরে
বিমোহিত রাক্ষস ঘোরে চারিধারে।
মামলায় শুরু হবে শাস্তিতে শেষ,
কতভাবে টাকা যাবে নেই তার লেশ।
ধরবে কি ধরবেনা, ধরে কি পিটাবে?
জেলে নাকি মেডিকেলে? কোথায় ঘুমাবে?
কতজন ধরা হবে, কত হবে ছাড়া
কতজন মা হবেন সন্তান হারা?
রিমান্ডে বাঁশ ডলা, হালকা না ভারি
হাজত; নরক বাস? নাকি হবে বাড়ি?
বাড়ির খাবার? নাকি হোটেলের যাবে
চার্জ সিট নাকি কেস ফাইনাল হবে
তদন্তে কি বেরুবে, হবে কি রিপোর্ট
সাক্ষি হাজির নাকি, মুলতুবি কোর্ট
বিচার আচার? থাক সেটা নাই বলি
রাত বিরাতে তো পথে একা একা চলি
তার ওপর ভয় আছে অবমাননার
মানুষ মরুক, এসে-যায় কি আমার?
এত এত আয়োজন যার তরে হল
ধন্যি মায়ের ছেলে, সে কি দোষী বল?
ছেড়ে দিলে সেই ছেলে হয়তো আবার
বসাবে টাকার এই মেলা বার বার।
ঘুষ দুর্নিতি? দুরঃ এই আসল কাজ
টাকাতেই সব হয় এই দেশে আজ।
নীতি নৈতিকতারা দরজার ওপাশে
অর্থ ও বিবেকের ঘৃন্য আপোষে।