এইতো চলে যাব,
হয়ত আর বেশী হলে
বিশ ত্রিশ বছর।
ভাগ বসাবোনা তোমার
দেশে
ওটা তোমারি...
তোমার ফসল ফলিয়ে
দেব, রাস্তা বানিয়ে দেব
সব কাজ করে দেব,
সেবা যত্ন করবো
জয়গান করব প্রতি
নিয়ত
বিনিময়ে অর্থ
খাদ্য কিছুই নেব না..
হাত পা যখন আছে
ওসব আমি ঠিকই জুগিয়ে নিতে পারবো।
তুমি, তোমরা তো
আমার, আমাদের রক্ষক
শুধু যদি তোমাদের
হাত থেকে বেঁচে থাকতে পারি
পৃথিবীতে আর কারো সাধ্য নেই আমাদের হত্যা করার।17/01/15
No comments:
Post a Comment