Tuesday, January 20, 2015

দানবাধিকার কর্মী

সন্ত্রাসীদের ক্রস ফায়ারেই উত্তেজিত যারা
পুড়ছে মানুষ পুড়ছে শিশু কোথায় এখন তারা।
শুধু শুধুই অনেক পেলে এবার কিছু দাও
সকলপুজির কিছুটাকে হালাল করে নাও
এসি রুমের নরম গদির আরামটাকে ছাড়ো
মানুষ বাচাঁও, চেষ্টা করো যদি কিছু পারো
ভাবের সাথে নাম নিয়েছ মানবাধিকার কর্মী
মানুষ দেবে শেষ উপাধি “দানবাধিকার কর্মী”।।

১৯.০১.২০১৫

Friday, January 16, 2015

রক্ষক

এইতো চলে যাব,
হয়ত আর বেশী হলে বিশ ত্রিশ বছর।
ভাগ বসাবোনা তোমার দেশে
ওটা তোমারি...
তোমার ফসল ফলিয়ে দেব, রাস্তা বানিয়ে দেব
সব কাজ করে দেব, সেবা যত্ন করবো
জয়গান করব প্রতি নিয়ত
বিনিময়ে অর্থ খাদ্য কিছুই নেব না..

হাত পা যখন আছে ওসব আমি ঠিকই জুগিয়ে নিতে পারবো।

তুমি, তোমরা তো আমার, আমাদের রক্ষক
শুধু যদি তোমাদের হাত থেকে বেঁচে থাকতে পারি
পৃথিবীতে আর কারো সাধ্য নেই আমাদের হত্যা করার।

17/01/15