Sunday, February 23, 2025

গাধার দেশে-



যতই বলো, কিংবা পেটাও
ছাড়বোনা এই চেয়ার!
চেয়ার এবং অযোগ্যতার
এমনটাই পেয়ার।
চেয়ারগুলো গাধার দেশে
খুব ক্ষমতার ধরে;
কর্তব্যের নেইকো হিসেব-
সুযোগ থরে থরে!
”করার যা” সব বাকীর খাতায়,
”সুযোগ” নগদ নিয়ে;
গাধার দেশে সব গাধাদের
সান্তনা যাই দিয়ে!
গাধার যদি তারপরেও
খুব হৈ-চৈ বাড়ে;
বিরোধীদের লক্ষ করে;
দেই ফাঁসিয়ে তারে!
গাঁধা কি আর মন্দ-ভালোর
তেমন কিছু জানে?
ঘাষ-ভুসিতেই তুষ্ট তারা
সেটাই স্বর্গ মানে।

24/12/25

Tuesday, February 18, 2025

নব্য ফ্যাসিষ্ট




নব্য ফ্যাসিষ্ট-
 
ইচ্ছে হলে রাখেন তিনি
ইচ্ছে হলেই মারেন;
ইচ্ছে হলে টিপে ধরেন
ইচ্ছে হলেই ছাড়েন!
ইচ্ছে হলে মিথ্যে বলেন
ইচ্ছে হলেই চুপ!
ইচেছ হলে চাপড়ে টেবিল
বিরাগ ঝাড়েন খুব।
ইচ্ছে হলে খেয়ে দেয়েও
বলেন ক্ষুধায় আছি;
ইচ্ছে হলে লম্পটদের
রাখেন কাছাকাছি।
ইচ্ছে হলেই ব্যবসা করেন;
ইচ্ছে হলেই হাওয়া;
সুযোগ পেলেই শুরু করেন
রাজনীতি গান গাওয়া!
ইচ্ছে হলেই অযোগ্যদের
গলায় রাখেন হাত;
ইচ্ছে হলে; মারা খেয়েও
ভোলেন প্রতিঘাত।
ইচ্ছে হলেই তুড়ি দিয়ে
যুক্তিকে দেন ফাঁসি!
ইচ্ছে হলেই ছ্যচড়া পটান
দিয়ে মুচকি হাসি!
ইচ্ছে হলেই যাচ্ছেতাই কে
প্রতিষ্ঠাতেই খুশী;
ইচ্ছে হলেই আগুন ধরান;
ইচ্ছে হলেই ঘুষি!

তার ইচেছতে না চললে কেউ,
 শত্রু সে এই দেশের;
তাহার মতোন না হলেই
ক্ষতি পরিবেশের।
অনুভূতি সবগুলো তার
সবার চেয়ে বেশী;
ভিন্ন মতাদর্শ রুখতে
লাগান হাতের পেশী।
কোন কিছুই তারচেয়ে আর
কেউ বোঝেনা ভালো!
নানান গুনের আধার তিনি
দেশ ও দশের আলো।
এসব গুনের ছিটে ফোটাও
দেখলে অন্য কারো-
রেগে তারেই ফ্যাসিষ্ট বলেন-
বুদ্ধি! ভাবতে পারো? -!!!