চেয়ারগুলো গাধার দেশে
খুব ক্ষমতার ধরে;
কর্তব্যের নেইকো হিসেব-
সুযোগ থরে থরে!
”করার যা” সব বাকীর খাতায়,
”সুযোগ” নগদ নিয়ে;
গাধার দেশে সব গাধাদের
সান্তনা যাই দিয়ে!
গাধার যদি তারপরেও
খুব হৈ-চৈ বাড়ে;
বিরোধীদের লক্ষ করে;
দেই ফাঁসিয়ে তারে!
গাঁধা কি আর মন্দ-ভালোর
তেমন কিছু জানে?
ঘাষ-ভুসিতেই তুষ্ট তারা
সেটাই স্বর্গ মানে।
24/12/25

