সাম্যের গান গাই,ঘুষের ক্ষেত্রে ধর্ম বর্ণ কোন ভেদাভেদ নাই।নারী কিংবা পুরুষ কিংবা হোকনা সে প্রতিবন্ধী:ঘুষের বেলায় এদের রয়েছে গলায় গলায় সন্ধি।নেফাউল হোক অভিজিৎ হোক হোক না সে জাহানারা;তাহারা খাইবে জনগন শুধু দিয়ে যাবে কাফফারা।একপেটে যদি না ধরে তাতে কি? পেট নেবে ধার করেকামাবে একাই, চৌদ্দ গুষ্টি খাবে শতাব্দী ধরে।বুঝিসনা কেন ওদের রয়েছে বহুবিধ মজবুরী;পঙ্গু সবাই পরিবারে যত আছে উত্তরসূরী।
জন্মের পরে পড়াশুনা করে হয় মানসিক
রুগী
অসীম ক্ষুধার জটিল
ব্যাধিতে ক্রমাগত যায় ভুগী।
নিজেও ভুগবে, ভোগাবে সকল বাংলার জনগন
যন্ত্রের মতো নির্মম ওরা নেই মানুষের মন।
