তোমার গানে ফুটলো যে ফুল
তারই সুবাস বিশ্বময়।
বিদায় বন্ধু তোমার স্মৃতি
বাংলাভাষীর ভোলার নয়।
বাংলা ভাষার সৈনিক তুমি,
তুমি প্রিয়জন; তুমি চিরচেনা
ভাষার কবি; প্রানের মানুষ
আমরা তোমায় ভুলবো না।