Saturday, November 14, 2020

রাষ্ট্র



 রাষ্ট্র যখন অনিয়মের, নেয় না  কারো খোঁজ,
রাষ্ট্র যখন পকেট কেটে করেন ভুড়ি ভোজ।
রাষ্ট্র যখন আইন বানিয়ে আমায় শোষন করে।
 রাষ্ট্র যখন ভয় দেখিয়ে ভোটাধিকার হরে ।
রাষ্ট্র যখন লুটতরাজ আর, মিথ্যে তেলে ভাসে
মানুষ তখন মুক্তি পেতে নিজের রক্তে ভাসে।