লিখতে নারি
গদ্য, পদ্য
জানিনা গান,
অভিনয়,
আবৃত্তি বা
নৃত্য জানি..
ব্যপারটা ঠিক
তাও নয়।
কথা জানি,
যখন যেমন,
যেথায় যেমন
লাগে;
ভিরবাট্টা
দেখলে আমি
থাকি সবার
আগে।
সংগঠক? তাও
বলা যায়;
আছি দু-পাঁচটাতে
যেটার সভাপতি
ছিলাম
সেটার সূর্য
পাটে।
প্রশাসন, লোকাল
নেতা
যে ক্ষমতায়
আছে?
খুঁজে খুঁজে
থাকি আমি
তাদের কাছে
কাছে।
শিল্প এবং
শিল্পী? সে নয়
মূখ্য আমার কাছে
আমি পালি তাদের,
যারা
ঘোরে আমার
পাছে।
আমার কথার
পুতুল যারা
তারাই আমার
প্রিয়
তাদের ঘাড়ে
দাড়িয়ে আমি
হই অতুলনীয়।
প্রবীণ বলে
মুখের উপর
কেউ বলেনা
কথা।
পাছে লোকে
কয় কি? সে তা
বলুক গিয়ে
যাতা।
সবসময়ে সবখানে
কান
দিলে কিআর
চলে।
সময় বুঝে সময়
মত
ফাঁসিয়ে দেব
কলে।
ঐটা আমি ভালো পারি
সবাই সেটা
জানে।
এই অষুধেই
সবাই আমায়
বাধ্য হয়ে
মানে।
জানি আমি!
কে আমাকে
কত্ত ভালোবাসে!
পিছে বসে গালি
দেয় আর
সামনে এলে
হাসে।
সে হাসিতেও
ঘৃনা থাকে
সেটাও আমি
জানি
যায় না কিছু
এসে। এসব
মোর কাছে জল-পানি।
জমুক ঘৃনা,
গ্লানি, তবু
যে কটা দিন
বাঁচি
মরলে মারুক
ঝারু, তবে
এখনতো বেশ
আছি।
x