সোহেল এর ছড়া এবং কবিতা
Sunday, March 29, 2020
মানষিকতা
মাদারচোৎ এর দেশে
কেউবা সাজেন জনসেবক কেউ অফিসার বেশে,
কেউবা সেজে ব্যাবসায়ী আর কেউবা সেজে আমলা
স্বদেশ মাতার গাড় মেরে যান, ভরেন নিজের গামলা।
কারে কি যে বলি?
আমিও কি আর সুযোগ পেলে, এমনি সোজা চলি?
করোনা ভাইরাস
এ যুদ্ধ নয় মুক্তিযুদ্ধ
এ, পালিয়ে থাকা।
এ যুদ্ধতে একটাই কাজ
নিজেকে সেফ রাখা।
নিজে বাঁচলে আছেন পিতা
এটাই মুল মন্ত্র
নিজে বিকল মানেই হল
বিকল রাষ্ট্রযন্ত্র।
নিজকে ভালোবাসার মাঝেই
আছে সবার হিত
গলায় গলা খাতির মানেই
হিতে বিপরীত।
দুরে থেকেই ভালবাসা
প্রানের কাছাকাছি
ঘরে থাকি দুরে থাকি
সবাই মিলে বাঁচি।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)