Thursday, September 5, 2019

ভাইরাল


ভাইরাল কি যে সে জিনিস? সব কপালে মেলে?
সেই নেশাতেই আমরা সবাই যাই ডিউটি ভুলে।

কেমন হবে রোজই মেয়র রাস্তা ঝাটান যদি
রাস্তা সারার লোক যদি সব কাটেন গিয়ে নদী
পুলিশ যদি ডিউটি রেখে অনাথ খাওয়ান রোজ
ছাত্র করেন পড়া রেখে শুধুই ছবির খোঁজ?
আমলারা সব চেয়ার ছেড়ে ধর্মেতে দেন মন
ঘুষখোরেরা ঘুষ না ছেড়ে রোজই বিলান ধন?

চাকরী যা তার, যার তরে সে বেতন তোলেন মাসে
সে কাজ করেন অন্যজনে হাজার লাইকের আশে

উঠবে ছবি পোষ্ট হলেই দেখবে হাজার লোকে
এই বাঙ্গালী তাতেই খুশী ঘিলু তাদের চোখে।
অবলিগেশন, ডিউটি ভুলে চ্যারেটিতেই মাতো
এমনি করেই হুজুগেবাঙ্গাল মানুষ হলিনাতে!!