Tuesday, August 6, 2019

লেডিস এডিস



গায়ে কালো তার, ছোঁপ ছোঁপ দাগ রহিয়াছে সাদা রঙে
আছে ছোট-বড়, শুকনো বা মোটা, চলে তারা নানা ঢঙে
জন্মাইত তার লাগেনাকো মোটে, পুকুর কিংবা নালা
বোতলে বা টবে কিংবা মগেই পানি যদি থাকে ঢালা
বাগানে কিংবা বেলকুনিতে ও বাথরুমে পাকঘরে 
ফ্রিজের ট্রেতে, গেরেজে, অথবা পাশের গোয়াল ঘরে
কিছুটা অল্প পড়ে যদি থাকে স্বচ্ছ ‍ও নির্মল
প্রবলেম নাই; যাই তুমি বল; পানি বা সে হোক জল।
দিন দুই গেলে, সাবালক হলে, ঠিকঠাক সবে মিলে 
খালি ঠ্যাং আর হাতে বসে যাবে আস্ত মানুষ পেলে
গাল কান ঘাড় টার্গেট সব, শরীর পাইলে খোলা
ভুড়ি আর পিঠে বসাবে কামড়, হও যে মেয়ার পোলা!
চামে ও চিকনে দেয়া নেয়া হবে, রক্ত এবং রোগ
তাহার পরে বুঝিবে বাজান, কেমন তাহার ভোগ।
বাড়িছে তাহারা দিন যত যায়, মানুষের পাশাপাশি
তাহাদের পন কমাইতে হবে মানুষের ঠাসা ঠাসি।
মর্তে তাহারা বাঙ্গালীর চেয়ে, সাহসের সাথে চলে
এক চড়ে শেষ; তবু না পালিয়ে, বিজয়ের কথা বলে।
যত অনাচার হয়েছে, বাঙ্গালী সহিয়াছে ভয়ে ভয়ে
ছাল যা উঠুক সম্মানটুক থাকুক এ আশা লয়ে।
এসেছে তাহারা ঠুনকো শান্তি তুড়িতে উড়িয়ে দিতে
সবার প্রশ্ন কে এলো জ্বালাতে? তোষামুদে ধরনীতে?
তাহারা বলিল আমরা সে জাতি নাম আমাদের এডিস
নিরীহ ও আছে, হিংস্র তখনই; যখনই আমরা লেডিস।