Saturday, May 18, 2019

সব যদি চোর হয়

সব যদি চোর হয়
তবু রোজই ভোর হয়।
এত চুরি দেখে দেখে
চোরেরাই বোর হয়।

চোরদেরই ভাল দিন
সু-উচ্চে সমাসীন
দেখে দেখে সব চোর
পুনরায় চোরই রয়।