Monday, March 4, 2019

লেখাপড়া করে যে

লেখাপড়া করে যে,
গাড়ি ঘোড়া চড়ে সে
ঠিক ঠাক কথা ভাই,
নাই কোন ভুল নাই
গাড়ী কার? গাড়ী কার? 
ভেবে দেখ এই বার
 গাড়ী কেনে সেই জন
পড়াশুনোয় নেই মন।
মন তার ব্যবসায়
নয় রাজনীতি তায়
খুব ভাল কথা কন
বক্তা সে সুধীজন
অর্থের মর্ম
কিযে তার ধর্ম
বুঝেছেন মুল কই
অর্থই অর্থই!
জ্ঞান মেলে, মেলে জন
এই আসল মুলধন।।