ইদানিং প্রায়ই ভুলে যাই।
অফিসের আলমারি খুলে ভুলে যাই কেন খুলেছি,
সোজা চলতে চলতে ভুলে যাই ডানে মোড় নেবার কথা ছিলো, নাকি বামে?
গান গাইতে গাইতে ভুলে যাই গানের কথা।
অনেক দিন আগে যে চেনা মুখ ছিল-
মনে করতে পারি না, আদৌ কি তাকে কখোনো দেখেছি?
নাম ভুলে যাই, পাসওয়ার্ড ভুলে যাই,
কথা দিয়ে কথা রাখতে ভুলে যাই।
তাকিয়ে থাকি আর মনে করার চেষ্টা করি.
করতে করতে, কি চেষ্টা করছি তাও ভুলে যাই।
শুধু মনে থাকে, প্রিয় বন্ধু, প্রিয় পরিবার,
প্রিয় জীবন আর অচেনা মৃত্যু...
