Monday, August 29, 2016

ভোটের অধিকার




আজ থেকে হোক কথা বন্ধ 
কুলুপ দিলাম মুখে ।
তোমার অপছন্দ হলেই
মুখটি করো ফিকে।

শাসাও আবার ভয়ও দোখাও
যেন মানুষ নই!
নিজের দেশেই পরবাসী
এ দুখ কারে কই?

জনগন আজ পরের ছেলে,
লাগেনা ভোট তার
প্রশাসন আর দলের ছেলে
তাদের ই দরকার?

বলব সেদিন গলাছেড়ে
এ দেশটা আমার।
কভু যদি ফের ফিরে পাই
ভোটের অধিকার।