Thursday, June 5, 2014

আমলা


ক্ষমতাটা সদাই থাকে, সুপ্ত কিংবা চাঙ্গা
ইচ্ছেমত চলছে তারা না যায় কভু ভাঙ্গা।
দেশের যত আইন কানুন জনগনের পক্ষে,
বদলে দিয়ে নিজের মত, চালান নিজের লক্ষ্যে।
শুল্ক কেন তারা দেবেন? জনগনের কাজ
তাইতো জনগনকে দিলেন এই কাজটি আজ
নামটা নিলেন পাবলিক সার্ভেন্ট ‘অতি বিনয়ভরা
পুলিশ দিয়ে রাখেন দুরে, সাধারন পাবলিক যারা।
নেতার (!) সাথে তাদের আবার গলায় গলায় ভাব!
ভাবখানা তার এমন যেন নেতাই তো মা-বাপ।
বোকা নেতা বোঝেন না যে টাকাই তাদের সব,
নেতা আসে; যায় যে নেতা, পকেট তাদের ঢব
যাই হোক এই দেশের, তবু পকেট টা থাক ভরা
বিদেশে তো চলতে হবে ছেলে মেয়ের পড়া।
আমরা তাদের যতই ভাবি আমাদেরই কামলা,
আসলে সে অনেক বড়, নামটি তাদের আমলা।